এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে। এতে করে জয় দিয়ে এবারের আসর শুরু করল সালমান আঘারের দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। মোহাম্মদ হারিসের ৬৬ রানের হাফ সেঞ্চুরি ছিল পাকিস্তানের সংগ্রহের মূল ভিত্তি। সঙ্গে ছিল মোহাম্মদ নাওয়াজের ১০ বলে ১৯ রানের একটি ক্যামিও ইনিংস।
তবে, পাকিস্তানকে শুরুতে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ওমানের বোলিং, কারণ ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে ফিরে যান।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটে শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস মিলে ৮৫ রান যোগ করেন। ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হলেও, হারিস ৪৩ বলে ৬৬ রান করে ফিরে যান। পরপর দুই বলে হারিস এবং পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা আউট হয়ে গেলে পাকিস্তানের ব্যাটিং গতি কিছুটা থেমে যায়। শেষ পর্যন্ত, ফখর জামান ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।ওমানের হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল শাহ এবং আমির কালিম। একটি উইকেট নেন মোহাম্মদ নাদিম।
পাকিস্তানের দেয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নামা ওমান শুরু থেকেই অস্বস্তিতে পড়ে। সাইম এবং সুফিয়ান মুকিমের বোলিংয়ে ওমানের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
সাইম প্রথমে জোতিন্দার সিংকে (১) বোল্ড করেন, এরপর আমির কালিমকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। পাওয়ার প্লে’তে ২ উইকেট হারিয়ে ওমান মাত্র ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সুফিয়ান এবং মোহাম্মদ নাওয়াজের আক্রমণে ওমানের উইকেট পড়তে থাকে। ৪১ রানে তৃতীয় উইকেট হারানোর পর ওমান ৫১ রানের মধ্যে ৯ উইকেট হারায়।
মোহাম্মদ নাওয়াজ একটি এবং ফাহিম আশরাফ দুটি উইকেট নেন। শাহীন শাহ আফ্রিদি একটি উইকেট এবং একটি রান আউট করেন। ওমানের হয়ে সবচেয়ে বেশি ২৭ রান আসে হাম্মাদ মির্জার ব্যাটে। শেষদিকে শাকিল আহমেদ ১০ রান করেন। পাকিস্তানের হয়ে সাইম, সুফিয়ান এবং ফাহিম দুটি করে উইকেট নেন।
খুলনা গেজেট/এএজে