রিয়াদদের ব্যাটিং কোচ বানাচ্ছেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির মিডিয়া প্লাজার ডাইনিং হলে একঝাঁক সাবেক তারকা ক্রিকেটারকে দেখে প্রথমে মনে হতে পারে পুনর্মিলনীর কথা। মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাকসহ ১২ টেস্ট ক্রিকেটারের একসঙ্গে হওয়া পুনর্মিলনীর থেকেও বেশি কিছু। কারণ, তারা এসেছেন ব্যাটিং কোচিংয়ের তিন দিনের কর্মশালায়। প্রশিক্ষক টস টার্নারের তত্ত্বাবধানে কোর্সটির উদ্যোক্তা হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল বুধবার কর্মশালার বিরতিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘একটি কোচিং কোর্স, যেমন– লেভেল ওয়ান, লেভেল টু হয়, তখন সবকিছু শেখানো হয়। এই কোর্সটি কিছুটা বিশেষায়িত; যেমন ধরেন আমাদের এখানে ইমার্জিং টিম আছে, অনূর্ধ্ব-১৯ দল আছে, বয়সভিত্তিক দল আছে, জাতীয় দল আছে। সেখানে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ লাগে। এটি আমাদের প্রথম ধাপ, যেখানে দেশীয় বিশেষজ্ঞ কোচ তৈরি শুরু করতে হবে। ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি। এই কোর্সের জন্য যে দুজনকে নিয়ে এসেছি, আমার দৃষ্টিতে তারা বিশ্বসেরা।’

শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, সোহেল ইসলামরা ব্যাটিং বিশেষজ্ঞ কোচিং পাঠ নিচ্ছেন টার্নারের ক্লাসে। এখান থেকেই বিশেষজ্ঞ কোচ তৈরি হবে বলে জানান বুলবুল, ‘দেখুন রিয়াদ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ– এরা সবাই প্রতিষ্ঠিত এবং সফল টেস্ট ক্রিকেটার। আমি একটি ছোট হিসাব দিই, যদি তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেও কোচিং অভিজ্ঞতা শূন্য থাকে, তাহলে তো তারা কোচ হতে পারবেন না। কিন্তু যখন তারা অনেক উচ্চমানের কোচিং কোর্স গ্রহণ করবেন এবং তাদের খেলার অভিজ্ঞতার সঙ্গে সেটি একত্র করবেন, তখন সেই সমন্বয় পৃথিবীতে খুবই বিরল হবে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন