২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা পাওয়া সংযুক্ত আরব আমিরাতের শুরুটা ভালো হলো না। শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা ভারতের সামনে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি তারা। ৯ উইকেটের বড় জয় পেয়েছে জাসপ্রিত বুমরাহ-হার্দিক পান্ডিয়াদের নিয়ে গড়া পূর্ণশক্তির ভারত।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৩ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৭ রানের বেশি করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। জবাবে ৪ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। ১৬ বলে ৩০ রান করে অভিষেক বিদায় নিলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত তিনি ২ বল খেলে অপরাজিত ৭ রান করেছেন। এ ছাড়া গিলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২০ রান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আমিরাত। বিশেষ করে আলিশান শারাফু দারুণ কিছু শট খেলেছেন। তবে ১৭ বলে ২২ রান করে বুমরাহর বলে বোল্ড হয়েছেন। এরপরই ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে।

মোহাম্মদ ওয়াসিম বেশ কিছুক্ষণ এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান। তবে আরেক প্রান্তে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছিলেন!

২৬ রানে প্রথম উইকেট হারানো আমিরাত অলআউট হয় ৫৭ রানে। অর্থাৎ শেষ ৯ উইকেট হারিয়ে তারা যোগ করতে পেরেছে কেবল ৩১ রান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন