আর মাত্র একদিন পরই (৯ সেপ্টেম্বর থেকে) মাঠে গড়াবে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। যে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্ব দেবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।
দুটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই একাদশটি নির্বাচন করেছে ক্রিকইনফো। প্রথমত, শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়; বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এছাড়া একটি দেশ থেকে নেওয়া যাবে সর্বোচ্চ চারজন খেলোয়াড়।
ক্রিনইনফোর এই একাদশে ভারত থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চারজন খেলোয়াড়। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন তিনজন- সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।
পাকিস্তান থেকে এই একাদশে জায়গা পেয়েছেন শহীদ আফ্রিদি এবং উমর গুল। এছাড়া আফগানিস্তান থেকেও জায়গা পেয়েছেন একজন- রশিদ খান। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নেয়া হয়েছে পাকিস্তানের সাঈদ আজমলকে।
ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ: সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
খুলনা গেজেট/এমএম