বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

ফরাসি তারকা মিডফিল্ডার গ্রেস জেওরোকে ১.৪ মিলিয়ন পাউন্ডে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সই করিয়ে ইতিহাস গড়েছে লন্ডন সিটি লায়নেস। এই ট্রান্সফারের মাধ্যমে জেওরো এখন নারী ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

নারী ফুটবলে ট্রান্সফারের আগের রেকর্ড ছিল ১.১ মিলিয়ন পাউন্ড। এই দামে অরল্যান্ডো প্রাইড মেক্সিকোর উইঙ্গার লিজবেথ ওভালকে টিগ্রেস থেকে দলে ভেড়িয়েছিল।

চলতি গ্রীষ্মে এটি তৃতীয়বারের মতো নারী ফুটবলের ট্রান্সফার রেকর্ড ভাঙল। ২৮ বছর বয়সী জেওরো ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ২২ গোল করেছেন। তিনি দুটি বিশ্বকাপ, দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ সালের অলিম্পিক্সে অংশ নিয়েছেন। পিএসজিতে ১৫ বছর বয়সে যোগ দেওয়ার পর জেওরো প্রায় ২৭০ ম্যাচে ৫৪ গোল করেছেন, তিনবার ফরাসি কাপ জিতেছেন এবং দুইবার চ্যাম্পিয়নস লিগে রানার-আপ হয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন