যাত্রাপুর প্রীতি ফুটবলে কসমস একাদশ-রাঙ্গদিয়া বয়েজ ক্লাবের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক

বাগেরহাটের যাত্রাপুর রাঙ্গদিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত খুলনার কসমস একাদশ বনাম রাঙ্গদিয়া বয়েজ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

প্রধান অতিথি ছিলেন কসমস একাদশের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মজিবর রহমান ফয়েজ। তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর কসমস একাদশ আবার নতুন করে খেলায় ফিরেছে। আগের দিনের মতো ক্রীড়াঙ্গণে সাড়া ফেলতে চাই। সামাজিক ও খেলাধুলার মাধ্যমে একাদশ যেন আগের সুনামে ফিরে আসে, এজন্য সকলের দোয়া কামনা করছি।’

কসমস একাদশের খেলোয়াড়রা ছিলেন: আশিক, অসিম, রুদ্র, হাফিজুল, ইমন, তরিকুল, নাফিজ, সাদ, মিজান, বিল্লাল, রকিবুল, জিহাদুল ও রকি।

রাঙ্গদিয়া বয়েজ ক্লাবের খেলোয়াড়রা ছিলেন: রিসাদ, আজমির, রিয়াদ, মেহেদী, সিয়াম, আলিফ, জয়, সাকিব, নাঈম, মেহেদী জিল্লাল, শিমুল ও সাকিব। ম্যাচের রেফারী ছিলেন: বিপ্লব, তৈয়ব ও মাহমুদ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন