Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

এশিয়া কাপের সময়সূচিতে বড় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তীব্র গরমের কারণে টুর্নামেন্টের ১৯ ম্যাচের মধ্যে ১৮টির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।

গ্রুপপর্বে ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিটন দাসদের তিনটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়।

শুধু একটি ম্যাচের সময় অপরিবর্তিত থাকছে। ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওমানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। টুর্নামেন্টের ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে হলেও ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন