Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতি‌বেদক

রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মাঠের পাশাপাশি টেলিভিশনের পর্দায় খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। এছাড়া অনলাইনেও থাকছে খেলা দেখার ব্যবস্থা।

সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। পাকিস্তানেও খেলা দেখাবে ট্যাপম্যাড। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন।

এক বছর পিছিয়ে যাওয়া ভারত সিরিজের বদলে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি। আগামী বিশ্বকাপ উপ-মহাদেশের দুই দেশ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ ডাচদের সামনে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন