Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

মোরেলগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

মোরেলগঞ্জ প্রতিনিধি

আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায়  দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ ৩-১ গোলে শরণখোলা ক্রীড়াচক্র ফুটবল একাডেমীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দৈবজ্ঞহাটি ফুটবল মাঠে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘের সভাপতি মো. রানা দিহিদার।উদ্বোধনী খেলায় দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ ৩-১ গোলে শরণখোলা ক্রীড়াচক্র ফুটবল একাডেমীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে।

খেলাটি পরিচালনা করেন মো. শোয়েব শরীফ। ধারাভাষ্যে ছিলেন মো. আবুল হাসনাত রিপন ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আ. জলিল।

টুর্নামেন্টের আয়োজন করে দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন