Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ডারউইনে ২২ বছর পর ফিরতে পারে টেস্ট ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের একটি ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ডারউইন। ম্যাচটি হলে এই ভেন্যুতে টেস্ট ফিরবে দীর্ঘ ২২ বছর পর।

ডারউইনে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর থেকে আর লাল বলের ম্যাচ দেখা পায়নি এই মাঠ। কিছুদিন আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্য দিয়ে সাদা বলের ক্রিকেট ফিরেছে ডারউইনে। এবার লাল বলের ক্রিকেট ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ডারউইন।

ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী জুলাই-আগস্টে সিরিজটির ম্যাচ ভেন্যু হিসেবে ডারউইন ছাড়াও ম্যাককে, কেয়ার্নস ও টাউন্সভিলকে বিবেচনায় রেখেছে। তবে অস্ট্রেলিয়ার শীতকালীন সময়ে বড় স্টেডিয়ামগুলো ব্যস্ত থাকায় আঞ্চলিক শহরগুলোর দিকেই ঝুঁকছে আয়োজকরা।

মূলত এই সিরিজ আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু সে সময় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের দেড়শত বার্ষিকী উপলক্ষে মেলবোর্নে বিশেষ ম্যাচ আয়োজন করবে। এজন্য সূচি এগিয়ে এনে আগামী বছরের জুলাইয়ে বাংলাদেশকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। ওই সময়ে আফগানিস্তানের সফরের কথা থাকলেও সেটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি সংস্কারকাজের পর ম্যাককেও ভেন্যু হিসেবে জোরালো অবস্থানে আছে। কেয়ার্নস ও টাউন্সভিল বিবেচনায় থাকলেও আবহাওয়ার কারণে পিছিয়ে রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজের পর ডারউইনের সুবিধা ও পরিবেশ বেশ প্রশংসা কুড়িয়েছে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন