Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ভুটানে হোঁচট খেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভুটানের বিপক্ষে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম দেখায় ভুটানকে ৩-১ গোলে হারালেও আজ নিজেদের ডু অর ডাই ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয়েছে বাংলাদেশ-ভুটান ম্যাচ। এতে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ।

ম্যাচের শুরুতে দারুণ সূচনা করে লাল-সবুজরা। ষষ্ঠ মিনিটে পূর্ণিমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় ভুটান। ফলে বিরতিতে দুই দলই ছিল ১-১ অবস্থায়। দ্বিতীয়ার্ধে উভয় দলই একের পর এক আক্রমণ চালালেও আর কোনো দল গোল করতে পারেনি। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ ৫ ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত এখনো অপরাজিত, চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে। নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট এবং ভুটান আজ বাংলাদেশকে রুখে দিয়ে ১ পয়েন্ট পেয়েছে।

বাংলাদেশ রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে। তবে সেই ম্যাচ জেতার আগে আজ ভারতকে নেপালের কাছে হারতে হবে।  তাহলে বাংলাদেশের সামনে ট্রফি জয়ের সুযোগ থাকবে। অন্যথায় রানার্সআপ হওয়া ছাড়া বিকল্প নেই।

চার দলের এই আসর হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াই, এরপর প্রয়োজনে টাইব্রেকারের মাধ্যমে সিদ্ধান্ত হবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন