Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

স্কুলের মাঠেই আছে সাকিব-তামিমের মতো প্রতিভা : বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রিকেটে পোস্টার-বয়খ্যাত তারকারা একে একে অবসর নিতে শুরু করেছেন। ইতোমধ্যে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই স্থান পূরণে বিকল্প খুঁজে ফিরছে বিসিবি। দেশের আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে বলে বিশ্বাস করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা সবাই স্কুলে আছে। এটা আমাদের দায়িত্ব কীভাবে এই ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসতে পারব। স্কুল ক্রিকেট অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু এবার নতুন উদ্যোগে স্কুল ক্রিকেট করব। যেখানে শুধু স্কুল ক্রিকেট খেলবেই না, আমরা দেশজুড়ে ক্রিকেট ফ্যানও তৈরি করব।

এই উদ্যোগের জন্য শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশ নয়, দেশের প্রতিটি জেলায় ক্রিকেটের সংস্কৃতি এবং প্রশিক্ষণ ব্যবস্থাও শক্তিশালী হবে বলে ধারণা বিসিবি সভাপতির।

বুলবুল বলেন, এখান থেকে শুধু খেলা হবে না, এখান থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করব।

দেশের অন্যান্য আঞ্চলিক ক্রিকেট সংস্থাকেও চট্টগ্রামের মতো এমন আয়োজনের আহবান বিসিবি সভাপতির, এটা পরিকল্পনার পর্যায়ে ছিল। মাঠে নিয়ে আসার জন্য প্ল্যানটা করেছে আকরাম খান ও তার দল… আমার মনে হয়, বিকেন্দ্রীকরণটা শুধু প্রতিযোগিতামূলক নয়। প্রতিটা জেলার যে নিজস্ব ক্রিকেট সত্তা আছে, তারা যেন সেটা প্রস্ফুটিত করতে পারে। বিভিন্ন উপজেলা থেকে শক্তিশালী ক্রিকেটাররা জেলায় এসে খেলতে পারে। সেই জেলা শুধু ক্রিকেট দল নয়, যেন একটা পুরো ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, যেখানে ফিজিও-ট্রেনারসহ সব সাপোর্ট স্টাফ থাকবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন