Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদর্শনী ম্যাচ খেলবেন বাবর!

ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) দেয়া তথ্যমতে, এ বন্যায় নারী-শিশুসহ ৪০৯ জনের প্রাণহানিসহ প্রায় সাড়ে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পাখতুনখোয়ার ক্রীড়া পরিচালক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিত উদ্যোগে চলতি মাসের শেষদিকে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।

আগামী ৩০ আগস্ট পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘খেলার মাধ্যমে সহায়তা’- স্লোগানে ইতোমধ্যে প্রদর্শনী ম্যাচটির প্রচারণা শুরু করেছে আয়োজকরা।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, ওই ম্যাচে পাকিস্তানের একাধিক তারকা ও কিংবদন্তি খেলোয়াড় অংশগ্রহণের কথা রয়েছে। যার মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক বাবর আজমও। এ ম্যাচ থেকে আয়ের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার কাজে খরচ করা হবে।

এ বিষয়ে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট সব সময় ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য এই প্রদর্শনী ম্যাচকে আমরা অর্থবহ সহায়তায় রূপান্তরিত করতে চাই। এটি প্রদর্শনী ম্যাচের বাইরেও বিশেষ কিছু- প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’

এ মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেটপ্রেমী, পরোপকারী এবং সকল বিস্তৃত সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জালমি ফ্র্যাঞ্চাইজি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন