Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

২০২৯ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কবে, জানাল ফিফা

ক্রীড়া প্রতিবেদক

২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে ফিফা জানিয়ে দিল, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। কাতার আগ্রহী থাকলেও এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।

কাতারের স্বপ্ন ভাঙার মূল কারণ সময়সূচি। ২০২২ বিশ্বকাপের মতো ক্লাব বিশ্বকাপও সেখানে হলে গরম আবহাওয়ার কারণে টুর্নামেন্ট সরাতে হতো শীতকালীন সময়ে। এতে ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তাই জুন-জুলাইয়ের গ্রীষ্মকালীন সময়কে বেছে নেয়ায় কাতারের আশা শেষ হয়ে গেছে।

ফিফা ইতিমধ্যেই মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৩২ দলের আসরের পর ২০২৯ সালে দলসংখ্যা বাড়ানো নিয়ে জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর চাপ থাকলেও সরাসরি ৪৮ দলের ফরম্যাটে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকেই নজর দিচ্ছে সংস্থাটি।

আয়োজক হওয়ার দৌড়ে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। যদিও পর্তুগাল সেই আসরে সহ-আয়োজক, তবে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না।

এদিকে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা বিবেচনায় রেখে ফিফা নতুন কাঠামো ভাবছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী মূল টুর্নামেন্ট শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো মূল আসরে অংশ নেবে। এর আগে শেষ আসরে কনক্যাকাফের প্রতিনিধি নির্ধারণে শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করতে হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতা এড়াতেই এমন উদ্যোগ নিয়েছে ফিফা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন