খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে আজ ফাইনাল খেলায় বাংলা ডিসিপ্লিন ৪-০ গোলে সিএসই ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হয় বাংলা ডিসিপ্লিনের আবির মাহমুদ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য প্রফেসর ডক্টর হারুন অর রশিদ খান এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিস্টার ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান।
খুলনা গেজেট/এএজে