বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

৫ম বার জাতীয় এ্যাথলেটিক্সের লং জাম্পে স্বর্ণপদক জয়ী দিঘলিয়ার মনিরুল মোল্লা

ক্রীড়া প্রতিবেদক

৫ম বারের মতো জাতীয় এ্যাথলেটিক্সের লং জাম্প প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের মনিরুল মোল্যা।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত ১৭ তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ ‘র লং জাম্প (পুরুষ) ইভেন্টে পুলিশ বাহিনীর হয়ে অংশ নিয়ে ৭ দশমিক ৩৩ মিটার জাম্প করে মনিরুল মোল্যা সেনাবাহিনী ও নৌ বাহিনীকে পিছনে ফেলে স্বর্ণপদক জয় লাভ করেন।

এ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত জাতীয় ওই সামার প্রতিযোগিতায় দেশের সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, জেলা ও বিভাগের মোট ৪৪৭ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

জাতীয় এবং আন্তর্জাতিক এ্যাথলেটিক্সের লং জাম্প ইভেন্টে এটা ছিল তার ৫ম বারের মতো স্বর্ণপদক জয়। একই ইভেন্টে এর আগে মনিরুল মোল্যা ২০২২ সালে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স, একই বছর ঢাকায় অনুষ্ঠিত ৫ম বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল ইনভাইটেশন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা, ২০২৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমস এবং একই বছর অনুষ্ঠিত আন্তঃস্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী হন।

পাঁচ ভাই বোনের মধ্যে মনিরুল মোল্যা সবার ছোট। তার পিতার নাম মোঃ ইখলাস মোল্যা।

হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করাকালীন সময় থেকে সে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠে।

 

খুলনা গেজেট/লিপু/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন