পাকিস্তানের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন এমন বৈশ্বিক আসরে খেলতে অসুবিধা নেই ভারতের। আবার ভারত আয়োজন করছে এমন আসরে পাকিস্তানের অংশগ্রহণেও বাধা দেবে না। তবে ভারতীয় ক্রীড়াবিদরা পাকিস্তান সফরের অনুমতি পাবে না। তবে পাকিস্তানের ক্রীড়াবিদদের বৈশ্বিক আসরে শর্তসাপেক্ষে ভারতে আসার অনুমতি দেবে মোদি সরকার।
এক বিবৃতি দিয়ে ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তানের খেলার বিষয়ে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। যার অর্থ- আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অসুবিধা নেই ভারতের। যদিও আসরটির আয়োজক ভারত। তবে বিবৃতিতে কোনো টুর্নামেন্ট বা আসরের আয়োজক পাকিস্তান হলে তাতে ভারত অংশ নেবে কিনা তা পরিষ্কার করা হয়নি।
আগামী ৯ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এছাড়া আসরে তিনবার ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা তা নিয়েই ধোঁয়াশা ছিল। যে অনিশ্চয়তা কেটে গেল।
বিবৃতিতে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ভারত দ্বিপাক্ষিক সিরিজ বা ম্যাচ খেলতে পাকিস্তানে কোন ক্রীড়াবিদ পাঠাবে না। আবার পাকিস্তানের কোন ক্রীড়াবিদকে ভারতে আসার অনুমতি দেবে না। তবে ভারত দল বা স্বতন্ত্র ক্রীড়াবিদ এমন আন্তর্জাতিক আসরে অংশ নেবে যেখানে পাকিস্তানও অংশ নিচ্ছে। একইভাবে ভারত কোন টুর্নামেন্টের স্বাগতিক হলে পাকিস্তানকে খেলতে বাধা দেবে না।
যদি ভারত বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি মেনে পাকিস্তানের ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফদের ভিসা দেওয়া হবে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। তবে ৫ বছরের বেশি মেয়াদে ভিসা দেওয়া হবে না। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ভারতে তারা কোন টুর্নামেন্ট খেলতে আসবে না। তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করতে হবে।
খুলনা গেজেট/এএজে