Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

ক্রীড়া প্রতিবেদক

ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে। এআইএসি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগেই এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে,‘ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ খবর আল জাজিরা

এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যাতে ইসরাইলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব উয়েফা ও ফিফাকে জানানো হবে। তারা দাবি করেছে, এই পদক্ষেপ মানবিকতার দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় এবং বৈধ।

চিঠিতে বলা হয়েছে, এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যেখানে অনেক কোচ, ম্যানেজার এবং অ্যাথলেটও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা একেবারে প্রয়োজনীয় এবং বৈধ পদক্ষেপ হবে। অতীতের বেদনাকে মানবতা এবং বিবেকের বিপরীতে রাখা অসম্ভব।

এআইএসি’র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে মন্তব্য করেছেন, আমরা যদি চাইতাম তাহলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি, এটিই সঠিক পদক্ষেপ নয়।

গত বছর ইসরাইলের সঙ্গে ইতালির নেশন্স লিগের ম্যাচের আগে ও পরে বিক্ষোভ হয়েছিল। সেসময় স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপারও মোতায়েন করা হয়েছিল।

এরপর থেকে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, যেখানে চলতি মাসের শুরুর দিকে ২২ মাসব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এআইএসি’র সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি আরও বলেন, বিশ্ব আজ আগুনে জ্বলছে, ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন