Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলে খুলনা জেলা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবলে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা জেলা দল।

মঙ্গলবার (১৯ আগস্ট ) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে মাগুরা জেলা অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলকে। খুলনা প্রথম খেলায় সাতক্ষীরাকে ৬-১ গোলে পরাজিত করে এবং দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

খুলনা দল : লাকি, ইসরাম খান, বিপাশা আক্তার তিশা, জৈতি রায় মুন্নী, আলো খাতুন, রিমা সরকার, দিয়া ম-ল, তানিশা আক্তার তন্নী, ঐশ্বর্য্য বাছাড়, খাদিজা খাতুন, সুমী খাতুন, সানজিদা সুলতানা ও দৃষ্টি ম-ল। টিম ম্যানেজার নুরুল ইসলাম খান কালু। কোচ এজাজ আহমেদ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন