Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ব্যাটে-বলে আবারও ব্যর্থ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ব্যাট-বলে হতাশ করলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে দ্বিতীয় ম্যাচেও তিনি দলের জন্য বড় কিছু করতে পারেননি। তবে তার ব্যর্থতার দিনে জয় পেয়েছে অ্যান্টিগা। বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়েছে তারা।

রোববার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। ব্যাট হাতে প্রথমে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান তোলে বার্বাডোজ। ওপেনার ব্রেন্ডন কিং (৬) দ্রুত ফিরলেও কুইন্টন ডি কক ও রভম্যান পাওয়েলের ব্যাটে লড়াই জমে। ডি কক ৪৫ বলে ৫৭ রান করেন। অধিনায়ক পাওয়েল ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানে অপরাজিত থেকে দলকে দেড়শ পার করান। অ্যান্টিগার হয়ে জেইডেন সিলস ও ওবেদ ম্যাককয় নেন দুটি করে উইকেট।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই আউট হন রাহকিম কর্নওয়াল (১০)। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৫ বলে ২৮। তবে দলকে জেতানোর কাজটা করেছেন করিমা গোর। তিনি ৫৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। সাকিব ব্যাট হাতে ১৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। বল হাতে সুযোগ পান মাত্র এক ওভার, দেন ১৪ রান। ইমাদ ওয়াসিমও ১২ বলে ১৬ করে ফেরেন। শেষদিকে ফ্যাবিয়ান অ্যালেন ৬ বলে ১১ রানে সঙ্গ দিলে জয় নিশ্চিত করে অ্যান্টিগা।

বার্বাডোজের হয়ে মুজিব-উর-রহমান, ড্যানিয়েল স্যামস ও জোমেল ওয়ারিকান নেন একটি করে উইকেট।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন