Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ফাইনালে বাংলাদেশের পুঁজি ২৬৯

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৬৯ রানের পুঁজি পেয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৬৫ রানে তৃতীয় উইকেট হারায় তারা। সে সময় ১৯তম ওভারের খেলা চলছিল। একে তো টপ অর্ডারদের ব্যর্থতা, তার ওপর চাহিদা মিটিয়ে রান তুলতে না পারা- সব মিলিয়ে একটা দারুণ প্রতিরোধ গড়তে হতো বাংলাদেশকে।

সে কাজটাই করেন রিজন হোসেন ও কালাম সিদ্দিকী। চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহের ভীত গড়ে দেন তারা। ৪১তম ওভারে কালাম ফিরে গেলে এই জুটি ভাঙে। এমবাথার শিকার হওয়ার আগে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি।

সঙ্গী হারালেও দারুণ ব্যাট করে যাচ্ছিলেন রিজন। আরেকটু হলে সেঞ্চুরিই পেয়ে যেতেন। কিন্তু ৪৮তম ওভারে রান আউটে ফাঁদে পড়ে তিন অঙ্কের ঘরের খুব কাছ থেকে ফেরেন রিজন। প্যাভিলিয়নের পথ ধরার আগে ৯৬ বলে ৯৫ রান করেন তিনি। এই মিডলঅর্ডারের ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের মারে।

আউট হওয়ার আগে মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে ৬৩ রানের আরেকটি জুটি গড়েন রিজন। ২৯ বলের মোকাবেলায় ৩৮ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ। ১৩ রানে অপাজিত থাকেন সামিউন বাশির। এছাড়া জাওয়াদ আবরার ২১ ও রিফাত বেগের ব্যাট থেকে আসে ১৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ রানে ২ উইকেট নেন এমবাথা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২৬৯/৫- ৫০ ওভার (রিজন ৯৫, কালাম ৬৫, আব্দুল্লাহ ৩৮*, জাওয়াদ ২১, রিফাত ১৬; এমবাথা ২/৫০)

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন