Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বাগেরহাটে জুলাই শহীদ স্মৃতি ফুটবলে শহীদ আলমগীর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বাগেরহাটে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী পল্লীমঙ্গল সমিতির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের আয়োজনে এ সময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান,  বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড শেখ আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শহীদদের নামে চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে শহীদ আলিফ স্মৃতি স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে শহীদ আলমগীর স্পোর্টিং ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্ট সর্বাধিক গোল করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন রাকিবুল ইসলাম রকি।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন