Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা ফুটবল দলের বাঁছাই ৮ ও ৯ আগস্ট

ক্রীড়া প্রতিবেদক

তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্ণামেন্ট ২২ আগস্ট থেকে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খুলনা জেলা দল গঠন করা হবে। জেলা দলের খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হবে ৮ ও ৯ আগস্ট খুলনা জেলা স্টেডিয়ামে। ওইদিন সকাল ৮টায় বাঁছাইয়ে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো., ইউসুফ আলীর সঙ্গে (০১৭১১-৩২৪১২৩) যোগায়োগ করতে বলা হয়েছে।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ, বাফুফে অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগের কোন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন