Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু কাল

ক্রীড়া প্রতি‌বেদক

টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপ সামনে রেখে আগামীকাল (বুধবার) থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। সকাল ৮টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে।

আগামীকাল শুরু হয়ে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে টাইগাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে।

সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এর আগে তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন