ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোট সংস্করণ টি-টেন ফরম্যাট। এখনো আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও, বিশ্বের বিভিন্ন দেশে এই ফরম্যাটে জমজমাটভাবে ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হচ্ছে। মাত্র ১০ ওভারের এই খেলায় আরো আক্রমণাত্মক ও ঝোড়ো স্টাইলে খেলেন ব্যাটাররা।
ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এমনই এক নজির গড়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি। গত শুক্রবার (১ আগস্ট) লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব ও গিল্ডফোর্ডের মধ্যকার ম্যাচে লন্ডনের হয়ে ওপেন করতে নেমে এক ওভারেই তিনি তুলেছেন অবিশ্বাস্য ৪৫ রান।
ম্যাচে গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির ওভারে তাণ্ডব চালান ২৮ বছর বয়সী গনি। ৯ বলের ওভারে উসমান হাঁকান ৫টি ছক্কা ও ৩টি চার, এর মধ্যে একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল এমন— ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।
পুরো ম্যাচে উসমান গনির ব্যাট থেকে আসে ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস। ১৭টি ছক্কা ও ১১টি চারে তার ইনিংসটি সাজোনো ছিল। স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ৩৫৫.৮১। তার ঝড়ো ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে বিনা উইকেটে তোলে ২২৬ রানের পাহাড়সম স্কোর।
জবাবে গিল্ডফোর্ড নির্ধারিত ওভারে ৪ উইকেটে করে ১৫৫ রান। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি। ৩ ম্যাচে ২ জয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব। আর টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে আছে গিল্ডফোর্ড।
উসমান গনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৪ সালে। আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ডানহাতি এই ব্যাটার খেলেছেন ১৭টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে যথাক্রমে তিনি করেছেন ৪৩৫ ও ৭৮৬ রান। তবে ২০২৩ সালের পর আফগানদের হয়ে খেলতে দেখা যায়নি তাকে।
খুলনা গেজট/এএজে