বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পিরোজপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা। শনিবার (২ আগস্ট) দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খাঁন মোহাম্মদ আবু নাসের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ ক্রীড়ানুরাগীরা।

প্রতিযোগিতায় পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও নড়াইলের চার জেলার আন্তর্জাতিক মানের ভলিবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। উত্তেজনাপূর্ণ খেলায় বাগেরহাট ও পিরোজপুর ফাইনালে মুখোমুখি হয়, যেখানে বাগেরহাট দল বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি।

আয়োজকরা জানান, শহীদদের স্মরণে এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন