ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায় জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় দেখাতেও আফ্রিকান দেশটিকে হারাল আজিজুল হাকিম তামিমের দল- ৮ উইকেটের বড় ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন বোলাররাই বাংলাদেশের জয়ের ভীড় গড়ে দেয়। এর নেতৃত্বে ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসারের সঙ্গে বল হাতে জ্বলে উঠেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। এই ত্রয়ীর বোলিং তোপে পড়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দলীয় ৮ রানে কুপাকাশেকে মুরাদজিকে হারালেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হাবাঙ্গানা ও চিওয়ালা। দলীয় ৩৩ রানে এই জুটি ভাঙলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৬ রান আসে হাবাঙ্গানার ব্যাট থেকে। ২০ রান করেন ব্রেন্ডন নিউনি। এছাড়া তাতেন্দা চিমোগোরো ১৬ ও সিম্বারাসে মুজাঙ্গেরে করেন ১১ রান।
জিম্বাবুয়েকে একশোর আগে গুটিয়ে দিতে ২৭ রানে ৪ উইকেট নেন ইমন। সানজিদ ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট।
জবাবে দলীয় ৫ রানে রিফাত বেগকে হারায় বাংলাদেশ। ডাক মারেন এই ওপেনার। ৩৯ রানে কালাম সিদ্দিকিও ফিরে যান। তার আগে ২০ রান করেন এই টপঅর্ডার। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম ৪৭ ও রিজন ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল: ৮৯/১০- ২২.৩ ওভার (হাবাঙ্গানা ২৬, নিউনি ২০; ইমন ৪/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ৯১/২- ১৫.১ ওভার (তামিম ৪৭*, রিজন ২১*; শেলটন ২/২৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৮ উইকেটে জয়ী
খুলনা গেজেট/এএজে