Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলে আসাদ ফুটবল একাডেমি ফাইনালে

রূপসা প্রতিনিধি

 রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দিনে ডুমুরিয়ার আসাদ ফুটবল একাডেমি (৫-৩) গোলে শিরোমনির এসবি আলী একাডেমিকে উড়িয়ে দিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে।
বুধবার (৩০ জুলাই) বিকালে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় এসবি আলী ফুটবল একাডেমির বাদশা (জার্সি নং-৭) মাথায় ফ্রি কিকে দুর্দান্ত গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ডুমুরিয়ার আসাদ ফুটবল একাডেমির সোহাগ (জার্সি নং-৮) একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ে (১-১) গোলে ড্র হয়। তবে বিজয়ী দলের গোলরক্ষক রাকিব (জার্সি নং-২২) এর অসাধারণ নৈপুণ্যতায় দলের বিজয় নিশ্চিত হয়। ধারাবিবরণীতে ছিলেন ব্যক্তিগত ১০৯ তম ম্যাচের এড. প্রজেশ রায় এবং মোস্তাহিদুর রহমান মুক্ত। রেফারি ছিলেন সুমন রাজু, আবু বক্কর, নাজমুল হাসান ও চতুর্থ রেফারি জামাল মোল্লা।
এর আগে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম নান্নু। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহৃবায়ক আনসার আলী বিশ্বাস, শেখ রয়েল আজম, মোঃ ইসমাইল হোসেন, হীরা মল্লিক, রবিউল ইসলাম রবি, জেলা জাসাস’র সদস্য সচিব আসাদ আমীন, জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস।
নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজামান প্রিন্সের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম দিদার, আজিজুল ইসলাম নন্দু, আবু মুসা শেখ, নিজাম উদ্দিন টিটু, আব্দুল হালিম মোড়ল, যুবদল নেতা আইয়ুব হোসেন মোল্লা, এসএম মিজানুর রহমান, ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা নুরুল আমিন পাপ্পু, জান্নাতুল নাঈম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৮ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফাইনালে খুলনা ফুটবল একাডেমি, আসাদ ফুটবল একাডেমির মুখোমুখি হবে।
খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন