Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলে খুলনা ফুটবল একাডেমি ফাইনালে

রূপসা প্রতিনিধি

রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খুলনা ফুটবল একাডেমি বনাম ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নৈহাটি স্পোটিং ক্লাবের সহযোগিতায় ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পৃষ্ঠপোষকতায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা ফুটবল একাডেমি (১-০) গোলে ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় খুলনা ফুটবল একাডেমির ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাজুর গোলে (১-০) তে এগিয়ে যায়।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বিজয়ী দলের খেলোয়াড় সোহাগ প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিক আমিনের পক্ষ থেকে তাকে এক হাজার টাকা প্রাইজমানি পুরষ্কার প্রদান করেন। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ জুনায়েদ শরিফ, আজিবুর রহমান, মোক্তার হোসেন মিঠু এবং জামাল মোল্লা। খেলার ধারাভাষ্য করেন এ্যাড, প্রজেশ রায় ও মুক্তাহিদুর রহমান মুক্ত।

এর আগে বিকেল সাড়ে ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে খেলার উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুর ইসলাম,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু মুছা শেখ, সভাপতিত্ব করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আঃ কাদের, স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। নৈহাটি স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক শাহজামাল প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ডের যুগ্ম-আহবায়ক রাজু দাস, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ,ফরহাদ হোসেন, মেহেদী হাসান,ওসমান গনি,আইয়ূব খান, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাকিব, আবু সাইদ,নুরুল ইসলাম পাপ্পু, তরিকুল ইসলাম রিপন, জাহিদ শেখ, তুহিন মন্ডল, আমির হোসেন সাগর, নাহিদ ইসলাম, শাওন, সাদ্দাম, নুর ইসলাম, প্রমুখ। আগামীকাল বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে আসাদ ফুটবল একাডেমি বনাম এসবি আলী ফুটবল একাডেমি মুখোমুখি হবে।

খুলনা গেজেট/এসএস 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন