রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এনএনএসকে একতা সংঘ নৈহাটি কালিবাড়ি বনাম খুলনা ফুটবল একাডেমির মুখোমুখি হয়। খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়।পরবর্তীতে ট্রাইবেকারে (৮-৭) গোলে এনএনএসকে একতা সংঘ নৈহাটি কালিবাড়িকে পরাজিত করে খুলনা ফুটবল একাডেমি প্রথম দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে সাড়ে ৪টায় নৈহাটি স্পোটিং ক্লাবের সহযোগিতায় ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পৃষ্ঠপোষকতায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ নাজমুল, তানভীর, বক্কার এবং জামাল মোল্লা। আজকের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ খুলনা ফুটবল একাডেমির গোলকিপার জাকারিয়াকে প্রধান অতিথির পক্ষ থেকে দুই টাকা প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, খুলনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও রূপসা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, খেলার উদ্বোধন ঘোষণা করেন রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ আতাহার আলী ফকির,বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ কবির শেখ, স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজু দাস, আবু মুছা, নিজাম উদ্দিন টিটু ও শাহজামান প্রিন্স, শেখ অন্তর হোসেন মাসুম, মুক্তাদির বিল্লাহ, ফরহাদ হোসেন প্রমুখ। খেলা ধারাভাষ্য করেন মুক্তাহিদুর রহমান মুক্ত।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় শামসুর রহমান ফুটবল একাডেমী বনাম খুলনা বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে।
খুলনা গেজেট/এসএস