এক ম্যাচ হাতে রেখে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই ম্যাচে জয় পেলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। আগের ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। তাদের পরিবর্তে একাদশে এসেছে তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
খুলনা গেজেট/এসএস