Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সিরিজ জিততে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এবার সামনে ইতিহাস গড়ার হাতছানি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ জিতলেই নিশ্চিত হবে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়।

শুধু পাকিস্তানবধ নয়, এই সিরিজ জিততে পারলে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাইলফলক গড়বে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও এসেছে সিরিজ জয়।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। যদি কোনো ইনজুরি না থাকে তাহলে আগের ম্যাচের একাদশই আজ মাঠে নামাতে পারে বাংলাদেশ। অন্যদিকে হেরে যাওয়া পাকিস্তান দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে আগ্রাসী মনোভাবেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের দাপট স্পষ্ট। এখন পর্যন্ত ২৩ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকিগুলোয় জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। তবে মিরপুরে সিরিজ জয়ের এই সুযোগটা স্মরণীয় করে রাখতে মরিয়া লিটন-মুস্তাফিজরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন