Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেই দু’দিনের মাথায় আবারও মাঠে নামছে টাইগাররা। রোববার (২০ জুলাই) শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দু’দলের সম্ভাব্য একাদশ। মিরপুরের স্পিন সহায়ক উইকেটের কারণে এবারও ব্যাটারদের চেয়ে বোলারদের আধিপত্যই বেশি দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশই ধরে রাখতে পারে বাংলাদেশ। সেই অনুযায়ী শেখ মেহেদী হাসান এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের চেয়ে একাদশে এগিয়ে থাকবেন বলে অনুমান।

অন্যদিকে, পাকিস্তান তাদের দলে আনতে পারে কিছু পরিবর্তন। ইনজুরির কারণে শাদাব খান ও হাসান আলি এই সিরিজে নেই। তাই অভিষেক হতে পারে বাঁহাতি পেসার সালমান মির্জার, আর দলে দেখা যেতে পারে হুসাইন তালাতকেও।

মিরপুরের পিচে বড় রান হওয়া কঠিন। ম্যাচগুলো সাধারণত ১৫০ রানের আশপাশেই সীমাবদ্ধ থাকে। ফলে আবারও কম স্কোরের লড়াই দেখার সম্ভাবনা রয়েছে।

পরিসংখ্যানে অবশ্য অনেকটাই এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টিতে, বাকি ১৯টিতে জয় পেয়েছে পাকিস্তান। ৬টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ৫টিতেই জিতেছে পাকিস্তান। বাংলাদেশ একমাত্র জয় পেয়েছিল ২০১৫ সালে, একমাত্র ম্যাচের একটি সিরিজে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন