Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

১৩০ রানের জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের যুবাদের

ক্রীড়া প্রতি‌বেদক

দক্ষিণ আফ্রিকা সফরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের পাত্তাই দেয়নি বাংলাদেশের যুবারা। ১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বেননিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার। জবাবে খেলতে নেমে ৩২ ওভার ১ বলে ১৫৫ রানে অলআউট হয় প্রোটিয়া যুবারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ইকবাল হোসেন ইমন। সেই ধারা অব্যাহত রাখে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে চাপ থেকে বের হতে পারেনি। তাতে দলীয় শতকের আগেই ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে কোনোরকমে দেড়শ ছুঁয়ে অলআউট হয় প্রোটিয়ারা। দলের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন মোহাম্মদ বুলবুলিয়া। ৭৯ বলে ৭২ রান করেছেন তিনি।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৬১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এরপর মিডল অর্ডারে রিজান হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ ফিফটি করেছেন। তাতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন