Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অধিনায়ক হিসেবে রাতে মাঠে নামছেন সাকিব

ক্রীড়া প্রতি‌বেদক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ মাঠে নামছেন ক্যারিবিয়ান অঞ্চলের টি-টেন লিগ ‘ম্যাক্স সিক্সটি’ টুর্নামেন্টে। এবার তিনি নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ামি ব্লেজের পক্ষ থেকে সাকিবকে অধিনায়ক ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। প্রথম ম্যাচেই সাকিবের মায়ামি ব্লেজ মুখোমুখি হবে বোকা রেটন ট্রেইলব্লেজার্স দলের। যেখানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

এর আগে, সাকিব গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি লিগে। সেখানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ব্যাট হাতে করেন হাফ-সেঞ্চুরি এবং বল হাতে শিকার করেন ৪ উইকেট। তবে পরবর্তী তিন ম্যাচে তিনি ফর্ম ধরে রাখতে পারেননি, যথাক্রমে ৭, ৩ ও ৪ রান করেন এবং বল হাতে নেন মাত্র ১ উইকেট। তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ক্যারিবিয়ান অঞ্চলের এই টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগের এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে ক্যারিবিয়ান টাইগার্স চ্যাম্পিয়ন হয়। প্রথমবার ৫টি দল অংশ নিলেও এবার বাড়িয়ে করা হয়েছে ৭টি। সপ্তাহব্যাপী চলা এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুলাই।

ক্রিকেটপ্রেমীদের নজর এখন সাকিবের নতুন মিশনের দিকে। অধিনায়ক হিসেবে নতুন টিমকে কতদূর নিয়ে যেতে পারেন সে অপেক্ষায় তার ভক্তরা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন