শ্রীলঙ্কায় জাতীয় দল যখন নাস্তানাবুদ হচ্ছিল, গ্লোবাল টি২০ লিগে সাকিব তখন ব্যাটে-বলে দাপট দেখাচ্ছিলেন। সে সূত্র ধরেই গত শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে। গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কথা বলার।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ‘সাকিব তো অ্যাভেইলেবল ক্রিকেটার। এখনও সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব।’ তাহলে কি জাতীয় দলে ফেরানো হবে সাকিবকে? এমন প্রশ্নে অবশ্য নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বিসিবি সভাপতি, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি– এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের ওপর, যারা দল নির্বাচন করেন।’
খুলনা গেজেট/এনএম