Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপে খুলনা ফুটবল একাডেমির জয়

রূপসা প্রতিনিধি

রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমি জয়লাভ করেছে। নির্ধারিত সমযে গোলশূন্য ড্র হওয়ায় খুলনা ফুটবল একাডেমি টাইব্রেকারে (৫-৩) গোলে এজাজ ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
সোমবার (১৪ জুলাই) বিকালে নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি পার্থ প্রতীম মন্ডল, আলী আকবর শেখ, সুমন রাজু।
এর আগে বিকেল ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। খেলা উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহ আসিফ হোসেন রিংকু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খুলনা জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ। স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল।
শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি  আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার সদস্য সচিব তরিকুল ইসলাম। বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন  টিটু ও শাহজামান প্রিন্স।
মঙ্গলবার বিকেল ৪টায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শামসুর রহমান একাডেমী, জেআরবিএফসি দলের মুখোমুখি হবে।
খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন