Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
টি-টোয়েন্টি সিরিজ

ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই

ক্রীড়া প্রতিবেদক

এবারের শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেরই শেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারের চোখ রাঙানি। পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে হেরে যাওয়া বাংলাদেশের আজ ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াই।

শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি জিতলেও এই সংস্করণে লংকানদের বিপক্ষে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই অচলায়তন ভাঙার আশা বাঁচিয়ে রাখতে আজ লিটন-মিরাজদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আগের ম্যাচে বাংলাদেশের ১৫৪ রানের মামুলি পুঁজি ছয় বল ও সাত উইকেট হাতে রেখে অনায়াসে টপকে যায় লংকানরা। বাংলাদেশের ইনিংসে ছিল না কোনো ফিফটি। কোনো বোলারও নিতে পারেননি একাধিক উইকেট।

নতুন ভেন্যু ডাম্বুলায় ঘুরে দাঁড়াতে সব বিভাগেই প্রয়োজন উন্নতি। ডাম্বুলার উইকেট ব্যাটিং-সহায়ক। এই মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৪২। ২৬ ম্যাচের ১৫টিতে জিতেছে রান তাড়া করা দল।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে শ্রীলংকার দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিসকে দ্রুত ফেরানো। দুজনই আছেন দারুণ ছন্দে। বাংলাদেশ ব্যাটিংয়ে ভুগছে ওয়ানডে সিরিজ থেকে। চোটের কারণে আগের ম্যাচে না খেলা জাকের আলী আজ একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়বেন প্রথম ম্যাচে ২৯ বলে ৩২* রানের মন্থর ইনিংস খেলা মোহাম্মদ নাঈম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন