Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের কারণেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। তাই টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে বেশি বিকল্প নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু তা কাজে লাগাতে পারেনি টাইগাররা। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকলেও টপ অর্ডার ব্যাটাররা বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে কোনোরকমে দেড়শ রান ছুঁয়েছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন।

দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।

এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি মিরাজ ও শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন