Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে চলতি মাসে এই সিরিজ মাঠে গড়াবে।

ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। সবমিলে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই ত্রিদেশীয় সিরিজের আগে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

অতিরিক্ত: শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার।

খুলনা গেজেট/এসএস 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন