Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাংলাদেশকে ৯-০ গোলে হারাল চীন

ক্রীড়া প্রতিবেদক

চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বালক ও বালিকা দুই দলই শীর্ষ চারে উঠেছে। বালক বিভাগে সেমিফাইনাল ফরম্যাট হলেও বালিকা বিভাগে সুপার ফোর। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ০-৯ গোলে হেরেছে।

বাংলাদেশ বালিকা হকি দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এই প্রথম এশিয়ান টুর্নােমেন্টে অংশগ্রহণ করছে। তাই অভিষেক আসরেই সুপার ফোরে খেলা ভালো অর্জনই। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে চীনের সঙ্গে সেভাবে লড়তে পারেনি। প্রথম দুই কোয়ার্টারে দু’টি করে গোল হজম করেছে।

বিরতির পর দুই কোয়ার্টারে অবশ্য আরো পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। সুপার ফোরের বাংলাদেশের পরবর্তী ম্যাচ তাজিকস্তানের সঙ্গে।

বালিকা বিভাগে স্বাগতিক চীন জিতলেও বালক বিভাগে অবশ্য চীন হেরেছে। পাকিস্তানের বিপক্ষে চীন হারায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এতে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়। অন্য দিকে জাপান হয়েছে গ্রুপ সেরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। ১১ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন