পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ পেয়েছে। জবাবে শুরুতে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সফরকারীরা ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রানে খেলছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ১৬ ও শামীম ০ রান করেছেন।
এর আগে ওপেনার তানজিদ তামিম ১৭ রান করে বোল্ড হন। নাজমুল শান্ত রানের খাতা খোলার আগে বোল্ড হয়ে সাজঘরে হাঁটা দেন। তৃতীয় ব্যাটার হিসেবে পারভেজ ইমন ৪৪ বল খেলে চারটি চারের শটে ২৮ রান করে আউট হয়েছেন। চতুর্থ ব্যাটার হিসাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৮ রান করে ক্যাচ আউট হন।
এর আগে কুশল মেন্ডিস ১১৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। ১৮টি চার মেরেছেন তিনি। অধিনায়ক চারিথা আশালঙ্কা ৬৮ বলে নয়টি চারের শটে ৫৮ রান করে সাজঘরে ফেরেন।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন তানজিম সাকিব ও শামীম পাটোয়ারি।
খুলনা গেজেট/এসএস