Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রথমার্ধেই ৭ গোল দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে পিটার বাটলারের শিষ্যরা।

৩ মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬-২০ মিনিটের মধ্যে বাংলাদেশ আরো তিন গোল পায়।

১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা আরেক গোল করলে ৭-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলে এগিয়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।

গত ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার হলেও বাংলাদেশ দল বেশ গুরুত্ব সহকারেই নিয়েছে। গত দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন