Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দীর্ঘ ১৯ বছর পর ‘অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতি‌বেদক

দীর্ঘ ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০০৬ সালে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়। এরপর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বিসিবি। তবে আবার তা শুরু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এই পুরস্কার প্রদানের রীতি চালুর সিদ্ধান্ত হয়েছে।

সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়। ক্রিকেটারদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেটারদের পাশাপাশি সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদেরও পারফরম্যান্স মূল্যায়ন হতে পারে। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করবো। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসবো কীভাবে পুরস্কারগুলো দেবো। সেজন্য আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।’

তিনি আরও বলেন, এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল— এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য (লক্ষ্য থাকবে)। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা ক্রিকেটে এই পুরস্কার দেবো।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন