Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পেসারদের নিয়ে খুশি লঙ্কান কোচ

ক্রীড়া প্রতি‌বেদক

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে লড়ছে শ্রীলঙ্কা দল। বুধবার (২২ জুন) প্রথম দিন শেষে কলম্বো টেস্টে কিছুটা এগিয়ে আছে লঙ্কানরা সেটা বলায় যায়। তবে দিন শেষে দলের পেস ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বি। সিরিজের আগে পেসারদের পরিশ্রমের কথা উল্লেখ করেছেন, পরে পূর্ণ কৃতিত্বও দিয়েছেন কান্দাম্বি।

সংবাদ সম্মেলনে কান্দাম্বি বলেন, ‘আমাদের দুই পেসার ভালো করেছে। কিছুটা ভিন্ন ধাঁচের উইকেট। আমি এই উইকেট অনেক আগ থেকেই চিনি। পেসাররা অনেক ভালো করেছে। (উইকেটে) বেশি পেস এখানে। সাধারণত বাউন্স সমান থাকে এখানে।’

আগের টেস্টের থেকে এবার উন্নতি হয়েছে শ্রীলঙ্কার বলে মনে করেন এই কোচ। তিনি বলেছেন, ‘(গল টেস্টে) ধারাবাহিকতা ছিল না। ফলে এসব নিয়ে আলোচনা করেছি আমরা। গলে স্লো উইকেট ছিল কিছুটা, এখানের চাইতে। প্রবাথ অফ ফর্মে থাকলেও সে অভিজ্ঞ বোলার। আশা করি সে ভালোভাবে কামব্যাক করবে। সে গলে অনেক উইকেট নিয়েছে আগে। পেসাররা অনেক ক্যারেক্টার দেখিয়েছে। বর্তমানে আমরা ভালো করছি, আশা করি কাল সকালে ২ উইকেট নিতে পারব।’

এই কোচ আরও বলেছেন, ‘কাসুন (রাজিথা), বিশ্ব (ফার্নান্দো) বাদে বাকিরা সাদা বলেও খেলে। মাঝে আমরা ৩ মাসের মত বিরতি পেয়েছি। সবাই ফিটনেসসহ নানা ব্যাপারে অনেক পরিশ্রম করেছে। সবকিছু নিয়েই কাজ হয়েছে কোচরাও মনিটরিং করেছে। তারা নিজেদের ঢেলে দিয়েছে মাঠে পেস ইউনিট অনেক পরিশ্রম করেছে। এটাই সবচেয়ে জরুরি ব্যাপার।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন