খুলনায় অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগের ফাইনালে দাকোপের শোভন একাডেমী টাইব্রেকারে ৪-২ গোলে খালিশপুর ইউনাইটেড একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২৩ জুন) বিকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
খুলনা স্পোর্টসের আয়োজনে ১৬ দলের এই প্রতিযোগিতার শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় । এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথমার্ধের ১০ মিনিটে শোভন ফুটবল একাডেমির স্ট্রাইকার তানজিম গোল করে দলকে এগিয়ে নেন। গোল পরিশোধ করতে বেশি সময় লাগেনি খালিশপুর ইউনাইটেড একাডেমির। প্রথমার্ধের ২৫ মিনিটে জামিল গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে দুই দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেও গোলের দুয়ার উন্মোচন করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে টাইব্রেকারে জয়-পরাজয়ের নির্ধারিত হয়। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে দাকোপের দলটি। সেরা খেলোয়ার নির্বাচিত হন খালিশপুর ইউনাইটেড একাডেমির রক্ষণভাগের খেলোয়াড় শাওন। প্রধান অতিথি বিজয়ী এবং রান দলের খেলোয়ারদের মধ্যে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, দীর্ঘ ১৬বছরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশে প্রতিটি সেক্টর যেভাবে দলীয় ও রাজনীতিকরণ করেছে; সেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন- তখন দেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না। তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদের নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তোলার কারণেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম। এখন আর খেলার মাঠে যুব সমাজ নেই; যুব সমাজ মাদকে ঝুঁকেছে।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে তাদেরকে ক্রীড়ামুখী করতে হবে। আগামী দিনে খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, খুলনা স্পোর্টসের সাধারণ সম্পাদক ও খুলনা অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগের অন্যতম আয়োজক মো. তরিকুল ইসলাম, আরাফাত রহমান স্মৃতি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান পলাশ, শাহ আলম বাদল শেখ, হেমায়েতুল্লা, ক্রীড়া সংগঠক মোঃ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার শেখ আশরাফ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এমএম