Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অসুস্থ এমবাপ্পে, হাসপাতালে ভর্তি

ক্রীড়া প্রতিবেদক

জ্বরের কারণে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এবার লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ ফ্রান্সম্যান এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘দলের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) আক্রান্ত হয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সংবাদ মাধ্যম দাবি করেছে, জ্বরের সঙ্গে এমবাপ্পের ডায়রিয়া হতে থাকতে পারে। যে কারণে পেটে পীড়া আছে। ইনফেকশন হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। আল হিলালের বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষে রিয়ালের কোচ জাবি আলোনসো জানান, এমবাপ্পে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন।

রিয়াল ২৩ জুন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ম্যাচ খেলবে। বিষয়টি নিয়ে আলোনসো বলেন, ‘গত দু’দিন ধরে এমবাপ্পের শরীর ভালো না। সে বেশ অসুস্থ। আমরা এখনো জানি না, দ্বিতীয় ম্যাচে সে খেলতে পারবে কিনা। আমরা বিষয়টি পরে বিবেচনা করে দেখবো।’

আল হিলালের বিপক্ষে এমবাপ্পে না থাকায় শুরুর একাদশে তরুণ স্প্যানিশ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া জায়গা পেয়েছিলেন। রাইট উইঙ্গে ছিলেন রদ্রিগো গোয়েস। গার্সিয়া রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন। যে গোলে সহায়তা দিয়েছিলেন রদ্রিগো।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন