Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লঙ্কান শিবিরে তাইজুলের প্রথম আঘাত

ক্রীড়া প্রতিবেদক

শেষ ৩৭ রান করতেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নেওয়ায় ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ওয়ানডে মেজাজেই ব্যাট করছিলেন দুই ডানহাতি ব্যাটার। দলীয় ৪৭ রানে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৪ বলে ২৯ রান করা উদারা। তিনে নেমেছেন দিনেশ চান্দিমাল। নিশাঙ্কা অন্য প্রান্তে ৪২ বলে ১৫ রানে অপরাজিত। ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রানে ব্যাট করছে লঙ্কানরা।

৪৯৫ রানে থামল বাংলাদেশ

গতকাল নিজেদের প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ হাতে এক উইকেট রেখে পাঁচশ ছোঁয়ার লক্ষ‍্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

তবে দিনের শুরুতেই নাহিদ রানের বিদায়ে ৪৯৫ রানেই থামতে হয় সফরকারীদের। গতকাল এক সময়ে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৪৫৮। সেখান থেকে ৩৭ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়েছে জাকের- তাইজুলরা।

৮৬ রানে ৪ উইকেট নিলেন পেসার ফার্নান্ডো। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন