Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

ক্রীড়া প্রতি‌বেদক

লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল। এবার ক্রিকেট ইতিহাসেই অনন্য এক কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন মুশফিক। তবে গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে দেখা যায়নি মুশফিককে।

আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিক।

বুধবার গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যান এই বাংলাদেশি ব্যাটার।

গল টেস্টে প্রথম ইনিংসে সাজঘরে ফেরার আগে ১৬৩ রান করে মুশফিক। এই ইনিংস খেলার পথেই গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রান ছাড়িয়ে গেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনের হাজারের বেশি।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তিনি ১২ হাজার ৬৫৪ রান করেছেন। এরপরই আছেন দুই ইংলিশ উইকেটকিপার ব্যাটার যথাক্রমে ১১ হাজার ৮৮১ রান করে জস বাটলার ও ১১ হাজার ৫৮১ রান করে জনি বেয়ারস্টো।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন