শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

এইচপির প্রস্তুতিতে এবার টি-টোয়েন্টি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের হাইপারফরম্যান্স (এইচপি) দল বর্তমানে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। দীর্ঘ পরিসরের অনুশীলন ম্যাচ, একদিনের অনুশীলন ম্যাচের পরে এবার একই দিনে দুইটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে এইচপির দুইটি দল।

করোনা মহামারীর প্রকোপে দীর্ঘদিন অলস সময় কাটানোর পরে এখন ব্যস্ত সময়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেটাররা অনুশীলনে ফেরার পরে দীর্ঘ পরিসরের অনুশীলন ম্যাচ ও তারপরে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছিল বোর্ড। টুর্নামেন্টটির আগে ও পরে পুরোদমে চলছে এইচপির অনুশীলন। নতুন কোচ টবি র‌্যাডফোর্ডের অধীনে তৈরি হচ্ছে বাংলাদেশের পাইপলাইন।
অষংড় জবধফ – ‘কালো তালিকায়’ থাকা মাঞ্জরেকারের প্রত্যাবর্তন ভারত সিরিজেই

ওয়ানডে টুর্নামেন্ট শেষে এইচপির ক্রিকেটাররা অনুশীলন ও দীর্ঘ পরিসরের প্রস্তুতি ম্যাচ খেলেছে। তারপরে খেলেছে ওয়ানডে ম্যাচ। এবার নজর টি-টোয়েন্টিতে। কারণ সামনেই পাঁচ দল নিয়ে আয়োজিত হবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলবেন এইচপির ক্রিকেটাররাও। তাই এবার তাদের অনুশীলনও হবে টি-টোয়েন্টির প্রস্তুতিমূলক।

৯ তারিখে শুরু হবে এই নতুন পরিকল্পনার বাস্তবায়ন। টি-টোয়েন্টি ক্রিকেটে জোর দিয়ে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায়। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ১০ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও ১১ তারিখেও একই সময়ে অনুশীলন চলবে।

দুই দলে ভাগ হয়ে ১২ তারিখে ম্যাচ খেলতে নামবে এইচপি ইউনিট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে ও দুপুরে আয়োজিত হবে ম্যাচ দুইটি। দিনের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। তারপর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দুইটি ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে হবে। একই দিনে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড় ড্রাফট।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন